Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

শান্তি  শৃঙ্খলা  উন্নয়ন  নিরাপত্তায়  সর্বত্র  আমরা

 

১।       প্রশিক্ষণের নিয়মাবলীঃ

           

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

এই প্রশিক্ষণ গ্রহণ করলে সদস্য ও সদস্যাগণ সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন এবং অঙ্গীভূত হওয়ার যোগ্যতা অর্জন করেন।

এই প্রশিক্ষণের নিয়মাবলী নিম্নরূপঃ

·        জেলা সদরে প্রাথমিক পর্ব এবং ধারাবাহিকভাবে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমীতে চুড়ান্ত পর্বে এ প্রশিক্ষণ পরিচালিত হয়।

·        উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কোটা অনুযায়ী সদস্য ও সদস্যা বাছাই করে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে তালিকা প্রেরণ করেন।

·        আনসার আইন ১৯৯৫ এবং আনসার বাহিনীর প্রবিধানমালা ১৯৯৬ এর আলোকে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হয়ঃ

*    বয়সঃ ১৮ হতে ৩০ বছর।

*    শিক্ষাগত যোগ্যতা ন্যূণতম ৮ম শ্রেণী পাশ। তবে এসএসসি বা তদুর্ধ ডিগ্রীধারীগণকে   

      প্রশিক্ষণ গ্রহণে অগ্রাধিকার দেয়া হয়।

*    উচ্চতাঃ সর্বনিম্ন ১৬০ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষদের ক্ষেত্রে) এবং ১৫০   

      সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট ০ ইঞ্চি (মহিলাদের ক্ষেত্রে)।

*    বুকের মাপঃ ৭৫ সেন্টিমিটার হতে ৮০ সেন্টিমিটার অর্থাৎ ৩০ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি

      (শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে)।

*    দৃষ্টি শক্তিঃ  ৬/৬।

·        সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ এবং চারিত্রিক ও নাগরিকত্ব সনদ দাখিল করতে হয়।

·        প্রশিক্ষণকালীন প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে থাকা, খাওয়া, পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয়।

·        এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোন সদস্যের নিকট হতে কোন অর্থ গ্রহণ করা হয় না।

·        এ প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর দেশের বিভিন্ন সরকারী ও বে-সরকারী কেপিআই/গুরুত্বপূর্ণ সংস্থায় অঙ্গীভূত হয়ে নিরাপত্তা বিধানে দায়িত্বপালন করে।

·        প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য/সদস্যাগণ দূর্গাপুজা, জাতীয় ও স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য স্বল্পকালীন সময়ের জন্য অঙ্গীভূত হয়ে থাকেন।

২।       পেশাভিত্তিক প্রশিক্ষণঃ

            মৌলিক প্রশিক্ষণ ছাড়াও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার-ভিডিপি সদস্য/সদস্যা স্বনির্ভর হবার

             সুযোগ পায়। আনসার ও ভিডিপি সংগঠন প্রতিবছর বিভিন্ন ধরনের পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকেন যেমনঃ

·        মৎস্য চাষ প্রশিক্ষণ ( ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্য )।

·        বেসিক কম্পিউটার প্রশিক্ষণ  ( ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্য )।

·        ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ ( ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্য )।

·        মোটর ড্রাইভিং প্রশিক্ষণ ( ভিডিপি-পুরুষ ও মহিলা )।

·        গবাদী পশুপালন ও চিকিৎসা প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ)।

·        হাঁস-মুরগী পালন ও চিকিৎসা প্রশিক্ষণ ( ভিডিপি পুরুষ)।

·        ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ ( সাধারণ আনসার/ভিডিপি পুরুষ )।

·        মোবাইল ফোনসেট মেরামত ও রক্ষনাবেক্ষন প্রশিক্ষণ ( আনসার/ভিডিপি-পুরুষ ও মহিলা)।

·        সোয়েটার নিটিং প্রশিক্ষণ (আনসার/ভিডিপি-মহিলা)।

·        সেলাই প্রশিক্ষণ- (আনসার/ভিডিপি-মহিলা)।

·        গার্মেন্টস্ প্রশিক্ষণ (ভিডিপি-মহিলা)

এছাড়াও আনসার ও ভিডিপি একাডেমীতে ১৮টি বিষয়ে পরিচালিত কারিগরী প্রশিক্ষণ।